বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কোটালীপাড়ায়  শিক্ষা উপমন্ত্রীর মতবিনিময় 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায়  শিক্ষা উপমন্ত্রীর মতবিনিময় 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এ উপজেলা আ.লীগের সাথে মতবিনিময় সভা করেন।

শুক্রবার (৪ আগস্ট) বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) সপরিবারে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। এরপর বাপার্ড  ভবনের ১২ তলায় উপজেলা আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। 

মতবিনিময় সভায় আগামী ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা আ.লীগের নেতাদের কাছে ব্যক্তিগত তহবিল থেকে ১৫ লাখ টাকা দেন তিনি। 

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কোটালীপাড়া উপজেলা আ.লীগের সভাপতি ভাবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া পৌরমেয়র মতিয়ার রহমান হাজরা, যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম হাজরা, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খানসহ আ.লীগ ও  অঙ্গ সংগঠনের নেতারা। মতবিনিময় সভা শেষে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল কোটালীপাড়া থেকে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেন।

টিএইচ